আমরা সময় সময়ে এই শর্তাবলী হালনাগাদ বা পরিবর্তন করতে পারি। কোনো পরিবর্তন কার্যকর হওয়ার পর ওয়েবসাইট ব্যবহার করলে তা নতুন শর্তাবলীর প্রতি আপনার সম্মতি হিসেবে গণ্য হবে। তাই নিয়মিত এই পেজ পর্যালোচনা করার অনুরোধ করছি।
nittoponno.online ওয়েবসাইট ব্যবহারের সময় কোনো প্রযুক্তিগত সমস্যা, ডেটা হারানো, বিলম্ব বা ক্ষতির জন্য আমরা দায়ী থাকব না। আমাদের ওয়েবসাইট ও সেবা ব্যবহারের সমস্ত ঝুঁকি ব্যবহারকারীর নিজের এবং আমরা কোনো ক্ষতির দায়ভার নেব না।
এই ওয়েবসাইটে থাকা সকল কনটেন্ট যেমন—টেক্সট, ছবি, ইলাস্ট্রেশন, সফটওয়্যার, অডিও ও ভিডিও ফাইল—nittoponno.online এর কপিরাইট ও মেধাস্বত্বের অধীনে সুরক্ষিত। আমাদের লিখিত অনুমতি ছাড়া এগুলো কপি, পরিবর্তন বা পুনঃপ্রকাশ করা যাবে না।
আমরা যথাসম্ভব সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। তবে ওয়েবসাইটে প্রদর্শিত পণ্যের বিবরণ, মূল্য বা স্পেসিফিকেশন যেকোনো সময় পরিবর্তিত হতে পারে এবং এর জন্য আমরা দায়ী থাকব না।
আমাদের সব পণ্য নির্ভরযোগ্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করা হয়। ডেলিভারির সময় ও খরচ লোকেশনভেদে ভিন্ন হতে পারে এবং এ বিষয়ে আমাদের সরাসরি নিয়ন্ত্রণ নেই।
গ্রাহক নিজ অ্যাকাউন্টের তথ্যের সঠিকতা, পাসওয়ার্ডের গোপনীয়তা এবং অ্যাকাউন্ট ব্যবহার করে সম্পন্ন হওয়া কার্যকলাপের জন্য নিজেই দায়ী থাকবেন।
আমাদের পণ্য বিক্রয়ের পর কোনো রিটার্ন বা এক্সচেঞ্জের সুযোগ নেই। তাই অর্ডার কনফার্ম করার আগে অনুগ্রহ করে তথ্য ভালোভাবে যাচাই করুন।